ফাঁকতালিতে ফোঁকর খোঁজ
ফাঁকি বাজের দল,
ফানুষের মতো ফাটবে ফুস
মানুষ নামক বল।


যার জন্য জগৎ জয়ে আজ
জীবন যৌবন এলো,
যাতনায় জননী জ্বলছে যে
জাগরণ কোথা গেলো?


ভয়ে ভস্ম হবে ভাইয়ের প্রাণ
তোরা ভয় কে কর জয়,
ভাব করিস না ভয়ের সাথে
ভালোবাসা হবে লয়।


গুটিকতক গোবর গুণ্ডা আজ
গিলে ফেলছে সারা দেশ,
গুটিয়ে গতর গহ্বরে থাকলে
গুন্ডারাই করবে দেশ শেষ।


শতকরা সাতানব্বই সন্তান
সবাই সত্য সাহস ধর,
শয্যায় শুয়ে না থেকে তোরা
সব্বাই সাম্যের গান কর।
               -------- রঞ্জন গিরি।