অন্যায় করলে আয়ু ক্ষয়,
আপোস করাও অন্যায় হয়।
ইতি টেনে দাও অন্যায় কাজে,
ঈশ্বরে জ্ঞানে সদা থাকো মজে। .
উদয় হোক মস্তকে সুবুদ্ধির,
ঊষায় করে থাকো মনস্থির।
ঋনী না হইও পাপ কাজে,
লীন হয়ে যাবে অসৎ রাজে।
এমন না কারো লোকে মন্দ বলে,
ঐ মন্দের ফলে সুনাম যায় জ্বলে।
ওজন না করো সুনাম নিজের,
ঔদার্য্যতা যায় নিজ কাজের।
                ------- রঞ্জন গিরি।