সত্যের স্বাতন্ত্র আছে
সর্বব সুখ বিদ্যমান,
মিথ্যা হয় মৃন্ময়ী পাত্র
মিলে জলে হয় ম্লান।


সত্য শ্রবণে সুরক্ষা
সারাত্ব থাকে তাতে,
মিথ্যায় মিরাক্কেল হলেও
মৃত্যুর মর্মার্থ ঘুরে সাথে।


সত্য সদা স্বার্থহীন
সমন্বয়ের সুখ খুঁজে,
মিথ্যা হয় মাকাল সম
মোহর পেতে মহৎ সাজে।


সত্যের সম্ভাব্য সুন্দর
সাফল্য সময়ের সাথে,
মিথ্যা মরীচিকা সম
মিথ হাঁটে মন রথে।


সত্যের সাদৃশ সত্য
সীমাহীন তাঁর শ্রীগুন,
মিথ্যার মসৃন প্রেম
মুছে ফেলে মমত্ব ভ্রুন।
          ------- রঞ্জন গিরি।