স্বার্থান্বেষীর সুস্বাস্থ্যে সমাজ
উন্মত্ততায় উৎফুল্ল,
উগ্রতা উত্তমতায় বানায়
নৃশংসতার নির্মাল্য।


লোভ লীন লাবণ্য লাভে
অমর্ত্য অপদস্ত অপরাধে!
গর্ধবের জ্ঞানহীন গরিমা
বিপন্নতায় বিপদ সাধে।


কর্দমাক্ত করুনার কাকুতি
অভিমানে অনর্গল কাঁদে,
ঈশ্বরের ইনিংসও ঈর্ষিত
পড়ে পরিয়ায়ীর ফাঁদে।


মহসীন আজ মোহে অন্ধ
রমনেচ্ছায় রাত্রি জাগে,
কেদারার কেরামতি নিতে
সারমেয়র সাহায্য মাগে।


আবর্জনার অনন্য আবদার
গৃহর গহ্বরে পায় স্থান,
রুধনে রুদ্ধ নাসিকা রন্ধ্র
ক্রিয়ার ক্রীড়ায় কর্ম ম্লান।


নির্বোধের নির্মল নিঃশ্বাসও
স্বার্থপরের শাসনি দেখে,
ভণ্ডামির ভদ্রতার ভূষা কালি
প্রকৃতির পরিবেশে থাকে মেখে।
                   --------- রঞ্জন গিরি।