ফণীর পরেই এলো শনি
দীনের দিন করতে হরণ,
দয়ার দানের এন্টিভেনাম
নির্জনে নিজে করল ধারণ।


সতীর দেশে না করে ক্ষতি
ফোঁস না করেই ফণী গেল,
শনির চ্যালা সেই সুযোগে
অন্নপূর্নার আশীষ পেল।


সর্বনাশের এই বাক্য ত্রাস
দেদার দেখে সারা বিশ্বময়,
করুণার দান করতে লুট
শনির প্রবেশ সেই সময়।


উদভ্রান্তে আজ প্রজা ক্লান্ত
খবর খোঁজে বলো কে কার?
সেই সুযোগে সন্ধানীরা পায়
আর্তের সেবায় অমর্ত্যের ভার।


জরাজীর্ণ মানুষ বিদীর্ণ
তাতে ব্যথা লাগে কি তাঁর?
আপন ভুঁড়ি অমর হোক
পরের পেট থাকুক অন্ধকার।
                ---------- রঞ্জন গিরি।