শিয়রে পাপ শুঁয়োপোকা
                  সুখ কাড়ছে বলে,
শিব পেতে শিবকে ডাকে
                   শুয়ে ভূমি তলে।


শিখরে উঠে শির তোলে
                  শিরোনামে সে উঠে,
শিখা দাতা শিবকে ভুলে
               নিজ শিং গরিমা বাঁটে।


শিশমহলের স্বপন খানা
                শেষ হয়ে যায় ভেঙ্গে,
শিখর থেকে সোজা নিচে
          থাকে শ্বাপদের মুখ রেঙ্গে।


শিখায়তে ইতি প্রাণার সতী
                    শিবত্ব কোথা খুঁজে,
শিব কহে শিবত্বপ্রাপ্তি ঘটে
                     শিং অহং-এ মজে।
                    ------- রঞ্জন গিরি।