ঝিরঝিরে জল,শিরশিরে বায়,
          বাদল এল শ্রাবণে,
হাসিখুশি মন ,চষে চাষী ধান,
          আনন্দধারা ভুবনে।


থই থই জল,চই চই হাঁস,
     জলে ভাসে শোল মাছ,
ঢল ঢলে জল,কল কলে ঢেউ
        দোল খায় চারা গাছ ।


থক থকে পাঁক,ঝক ঝকে লোক
          পিছলে পড়ে রাস্তায়,
বক বকে খোকা,ফিক ফিকে হেঁসে
         পথে লুটে পাক খায়।


ঢিক ঢিকে রব,লিক লিকে লোক
        মাটি করে কর্ষণ,
গন গনে চা'য়ে,চনমনে মন
         যতই হোক বর্ষণ।


পট পটে লোক,খট খটে কথা
        বলে ফিরে সারাদিন,
গায়ে পায়ে কাদা,ছেলে,মায়ে বকে
          গা নাকি করে ঘিন ঘিন।


ঘস ঘষে শিল,মস্ মসে চাল
         পিঠে গড়ে মা,পিসি,
পেচ পেচে ছই,মচ মোচে ভাজা
        বাবা,জ্যেঠা খেয়ে খুশি।


স্যাঁতসেঁতে ঘর,খুঁত খুঁতে মন
         যদি লাগে সর্দি,
জ্বর জ্বরে ভাব,ফির ফিরে দেহে
           শ্রাবণ বাজায় বাদ্যি।
                -------------   রঞ্জন  গিরি।