[  ১৮ই ফেব্রুয়ারী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মদিন তিথি ফেরে আজ ১৭ ই ফেব্রুয়ারী তাঁর জন্মদিন পালন হচ্ছে॥ তাই তাঁকে স্মরন করে এই লেখা। ]


হে পরম পুরুষ পরমহংস
শ্রীরামকৃষ্ণ প্রনাম লহ মোর,
তব চরন সরোজে মজিয়া
আছি প্রেমে হইয়া বিভোর।


মাতা হয় তোমার চন্দ্রমনী
পিতা ক্ষুদিরাম পায় ধ্যানে,
কামার পুকুরে লভিয়া জনম
তুমি বিশ্ব রাখিছ বিশ্ব জ্ঞানে।


তেজস্বী তুমি হও পুরুষ প্রধান
কথামৃত হয় তব প্রেমময় বানী,
এ ভব সংসারে বিচরন অহরহ
সর্ব্ব শক্তিমান প্রেম বানী শুনি।


শিখিয়েছ বিবেক বৈরাগ্য হতে
পালিয়ে বৈরাগী না হই আমি,
ছন্নছাড়া জীবন একত্রিত হইয়া
আমি মর্কট বৈরাগ্যে চরন চুমি।


সংসারে জন্ম মৃত্যু কঠিন ব্যাধি
অধমে কি করে তা বুঝিবে হায়,
তোমার প্রেম পীযূষ রাঙ্গা শ্রীপদ
মোর শিয়রে যেন শান্তি বিলায়।
            ------- রঞ্জন গিরি।