আবাদ না করো বিবাদ করে
বিপদ আছে ভাতে,
চয়ন না করো নয়নের জল
বিপন্ন হবে তাতে।


সুখ কেড়ে সুখী হয়নি কেউ
আঁখি থাকে জলে ভরে,
বন্ধুত্ব সদা বিভক্ত হয়ে গিয়ে
তিক্ত বিষাক্ত হয়ে পড়ে।


দূরমতি ফেলো সুমতি আসুক
সম্মতি পাবে সুকর্মে,
সুপ্রীতি তোমার সুকৃতি হয়ে
নিষ্কৃতি পাবে কুধর্মে।


বতরে গেলেও উতরে দেবে
অন্তরের শুভ শক্তি,
অশুভ আবাদ করে বরবাদ
শুভ আবাদে মুক্তি।
             -------- রঞ্জন গিরি।