আমি হতে চাই সোনার কাঁকন,
তুই আমায় হাতে পরবি যখন;
ঝনঝনিয় তোর বাজবো হাতে
আদর পাবো আমি যখন তখন।
বলবে লোকে আহা সখী
             সুন্দরী নেই তোর মতন।।


হতে চাই আমি ঢাকাই শাড়ি,
কিনতে আমায় করবি আড়ি;
লেপটে রাখতে দেহ জুড়ে
বাপে করবি সদা জারিজুরি।
ওষ্ঠ যুগল স্পর্শে বলবি
       তুই যে মোর ভীষণ আপন!
বলবে লোকে আহা সখী
             সুন্দরী নেই তোর মতন।।


আমি হবরে তোর পায়ের নপুর
আমায় থাকবি পরে সারা দুপুর;
রুনুঝুনু তোর বাজবো পায়ে
তখন শুনবে লোকে চলনের সুর।
তোকে দেখে বলবে লোকে
              কি সুন্দর পায়ের গড়ন!
বলবে লোকে আহা সখী
              সুন্দরী নেই তোর মতন।।
                  ------------ রঞ্জন গিরি।