দাদার ভেড়ির আগাছা গুলো
দিদির ভেড়িতে হলো চাষ,
দাদার ভেড়ি পতিত করে আজ
দিদির ভেড়িতে করে বাস।


দাদা হয় বড় চালাক লোক
দিদির ভেড়ির বাঁধ কেটে,
দানব লোনা জোয়ার ঢুকিয়ে
দিদির ভেড়ি দেয় ঘেঁটে।


দিদি সোনার ফসল ফলাবে
দামামা বাজায় দেশে দেশে,
দাদার লোনার তরমুজ কিন্তু
দিদির থাকে পাশে পাশে।


দিদি খুশি তাঁর তরমুজ গোটা
দামী সবুজের আজ সমাহার,
দাদার লাল, সবুজের ভিতর
দ্বিজের মতো দাপুটে কারবার।


দিদির ভেড়ির সবুজ আজ
দাদার চালে লোনা ধরে,
দিদির ওইসব দামী ফসল
দাবার চালে স্বপ্ন কাড়ে।


দিদি ভাবে আমি চতুর বড়
দাদা ভাবে সদাই আমি,
দাম হীন দাস আমরা জানি
দাদা আর দিদি কত দামী।


দগদগে ঘা আঙ্গুল কোনায়
দাপায় দাসের শিবিরে,
দাদা- দিদি ভাবনা মোরা
দাস দোষী তাঁদের বিচারে।
              --------- রঞ্জন গিরি।