ঠায় বসি ঠাকুমার কোলে,
ঠাট দিয়ে ঠাটি কথা বলে।


ঠাম্মা নাকি হয় ঠসঠসে,
ঠাক করলে যায় খসে।


ঠাকুমা নয় ফলকা মাটি,
ঠাসাঠাসিতে না যায় ফাটি।


ঠাটের কথা বলিস নারে,
ঠাস করে চড় মারবে তোরে।


ঠাম্মির হয়যে পুরানো হাড়,
ঠাকাস করে হাড় না ভাঙ্গে তার।


ঠাম বুড়িকে রাখ স্মরনে,
ঠাঁই পাবিরে তুই তাঁর চরনে।


------- রঞ্জন গিরি।