তুমি উজ্জ্বল জ্যোতিষ্ক হতে পারো--
তোমার মধ্যে জ্যোতি আছে,
তোমায় সময়ও মহৎ করতে পারে
মহত্ব থাকে যে মনের কাছে!


তোমার হৃদয়ে অনেক প্রেম আছে
অন্তরটা তোমার করো বড়ো,
তুমিও নিবিড় ভালো বাসতে পারো-
তুমি ভাবনা ভালো যদি ধরো।


তুমি নিজেই বলবানও হতে পারো-
তোমার দৃঢ়তা শক্তি বিদ্যমান,
তুমিও সুখের সমাজ গড়তে পারো-
তোমার শুভ শক্তি বিরাজমান।


তুমি ধর্মের সমন্বয় ঘটাতে পারো-
তোমার মনুষ্যত্বযে আছে প্রাণে,
তুমিও সদা জাতি তত্বে ঘৃনা করো-
তোমার জাতি বৈষম্য নেই মনে।


তোমার উদারতা সদা আছে মনে-
তাই ভাবনায় তার উন্মেষ ঘটে,
না জানো! শত গুনে গুণী যে তুমি
তোমার হৃদয়ে সত্য আছে বটে।
                    -------- রঞ্জন গিরি।