বাঁশের খাঁচায় ধরেছে ঘুণ
গুন গুলো তার ঝরে ঝরে পড়ে,
উঁকি মারছে প্রাণ পাখিটা
কখন হটাৎ চলে যাবে উড়ে।
খালি খাঁচার নাই রবে দাম
সবাই দেবে ফেলে তারে দূরে ছুঁড়ে।
উঁকি মারছে....................
যখন কাঁচা ছিল বাসা পাঁজরে ছিল বল
পরান সুখে পাখি গানে ছিল বিহ্বল।
পুরনো হতে খাঁচার মান
স্বজনেরা একে একে ছাড়ে,
সৌম্য গুলো শুকিয়ে খাঁচার
শুয়ে থাকে ভূমে একা পড়ে।
উঁকি মারছে......................
                   -------------- রঞ্জন গিরি।