প্রত্যুষে পবিত্র সমীরণ
পিশাচের নিঃশ্বাসে বিষাদিত,
কার্পন্যতা নেই কবরে নিক্ষেপে
সু-সভ্যতায় করতে স্বমূলে উৎপাটিত।
হারামের হর্ষধ্বনি শুনি বারংবার
উদয় অস্ত ঘরের আনাচে কানাচে,
লোভীর লোলুপ দৃষ্টিতে আকর্ষিত হয়ে
মান-হুস জনের মনুষ্যত্ব পুড়ে জ্বলন্ত আঁচে।
আকাল পক্কতায় আবেশীত সমাজ
হরমনে হরণ করে জৌলুস ভরা যৌবন,
বিবৃতির বৈষম্যে বিভাজিত বিবেক
আমৃত্যু শেখে আমরা,ওঁরা বিভেদ সন্মধন।
আদর্শ অর্ধনমিত অন্যায়ের কাছে
হিতাদেশ হৃদরোগে মরে ফুটপাতে,
কাতিলের কারিশমায় কান ধরে যুধিষ্ঠির
উলঙ্গ সভ্যতা উন্মাদদের উৎপাতে।
ধর্মরাজের দ্বারা ধর্ষিত ধর্ম, জাতিকুল
জরিমানার বিচার জারদদের হাতে,
জঙ্গলরাজের জৌলুসের জল্পনায়
পরিণতির পুরস্কার অন্ন নেই পাতে।
                   -------- রঞ্জন গিরি।