মটকে দিয়ে টপকে দেবে
টোপর পরার আগে,
যুবা তুই না কাটিস্ জাবর
যবন আছে জেগে।


আমড়া তলায় চাবরা হাতে
ভিক্ষায় চাস্ আম,
আঠিও না আটকাবে তাতে
থাকবেনা তোর দাম।


ও চতুর ভীষণ আঁতর মেখে
আঁশটে গন্ধ ঢাকে,
যবনিকা টানে যৌবনে তোর
জাবঢ়া করে রেখে।


রক্ত ঝরাস্ ওই ভক্তের লাগি
তুই রপ্ত করিস্ খুন,
ওই ভক্ত তোকে মুক্ত করতে
গাইবে না তোর গুন।


যবে বিবেক অনল হবে জ্বলন
তখন কুল পাবিনা কেঁদে,
তোর কলঙ্কের ওই কালি দাগে
তুই মরবি লুটিয়ে বাঁধে।


আট কুঠুরি যে ঘাট হবে তোর
তাতে ঘোরামী করবে কি,
ওঁরা ঘুণ ধরাবেই ঘরের চালে
তখন ফুরসৎ পাবি নাকি?
               --------- রঞ্জন গিরি।