নেংড়া হয়েছে নীতির রঙ
দামড়ার উপর দর করে,
রক্তহীনতায় রাসভাৱিহীন
জৌলুস বেচে জলের দরে।


সুড়সুড়িতে সামলাবেনাতো
ধর্মগুরুই যে হয় ধর্ষণকারী,
তাল যদি পায় তিলে হবে কি?
সে যে নোংরা পায়ে নাগরাধারী।


বাতেলাতে বাতি জ্বলবে না
গাধাও গানের সুর বোঝে,
মাখন বাক্যে মর্গের ডাক
বিষধর নাটুকে বৈষ্ণব সাজে।


নোবেল চায় যত নোংরা হাত
মিথ্যে দিয়ে মোচ্ছব করে,
কথার ওজন কর্মের ত্রিগুন
সাধু ভীষন সমস্যায় পড়ে।


নর্দমার দুর্গন্ধে নীরব থাকে
ধূপের সুগন্ধ ধাতে নেই,
জগন্নাথ ভয়ে জঙ্গলে লুকায়
যম জামানা বড়োই যুতসই।
                  -------- রঞ্জন গিরি।