ভগিনী যে হয় মা ভবানী
চন্দন তিলক আঁকে ভালে,
তর্পণ করে তিমির নাশিতে
ভাইয়ের মঙ্গলে প্রদীপ জ্বালে।


প্রতিতি লভিতে পুণ্যের লাগি
আশীষ চায় অনাদির কাছে,
তুলসী দূর্বা তন্ডুলে তাই
জ্যেষ্ঠে চাহে বর জগৎ যেচে।


যমুনার ফোঁটায় যম অমর
বিচার করে পুণ্য পাপে,
বোনের ফোঁটায় বৈরিতা নেই
সুখ না মরে শয়তানের শাঁপে।
               --------- রঞ্জন গিরি।