সারাদিন রোদে ভেজা বাড়ির কার্নিস আজ ক্লান্ত,
ক্লান্ত আমার ভবিতব্যের রঙিন ছবি,
হলুদ ধানের শিষ আজ পরিশ্রান্ত,
পরিশ্রান্ত তোমার ভাবনার কবি।
দিনের শেষে বেলা কাড়ে যেই গোধূলির রবি,
তোমাকেও দেখি আমি দীপ জ্বালানোর বেলায়,
তোমার স্বপ্নে নিজে হই ভরাডুবি,
বন্যা আসে ঐ বদ্ধ নালায়।
শ্রাবনের সন্ধ্যেই পুকুরের পাশে ভিজতে থাকা ঘাস,
আর তারই মধ্যে চোখে পড়া উভচরদের বসবাস।
গাছের ডাল বেয়ে নেমে আসা ধবল জলের ধারা,
স্মরনে ভাসো আমার, ভাসে সিক্ত কথার ফোয়ারা।
দিশাহীন হয়ে বেড়ানোর পথে আজ আমি, আর আমার বর্তমান,
চারিদিকে শুধু স্বপ্ন, স্বপ্নে ভেজা তুমি,
আর.........তোমার অবর্তমান।