বা রে ! তোমার কথাই ভাবতে হবে কেন সারাক্ষণ ?
তাচ্ছিল্য মাড়িয়ে মাড়িয়ে যাওয়া, রাগ হয়, না কৌতুক ?
সে কী আর জানি না, তুমি অবস্তুতত্ত্বজ্ঞানী কালানুভাবুক ;
পরিণামে তো রতিরঙ্গসুখসার অপ্রতিরোধ্য অব্যর্থ ম্রক্ষণ ।
বা রে ! তোমার কথাই ভাবতে হবে কেন সারাক্ষণ ?
তাচ্ছিল্য মাড়িয়ে মাড়িয়ে যাওয়া, রাগ হয়, না কৌতুক ?
সে কী আর জানি না, তুমি অবস্তুতত্ত্বজ্ঞানী কালানুভাবুক ;
পরিণামে তো রতিরঙ্গসুখসার অপ্রতিরোধ্য অব্যর্থ ম্রক্ষণ ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২টি মন্তব্য এসেছে।
বেশ !! খুব সুন্দর লেখা ।
Besh laglo
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.