আমার ছিন্ন মুণ্ডটি পড়ে ফাঁকা মাঠে
চোখ খোলা ; দেখা এখনও ঢের বাকী ;
মুখ খোলা ; গ্রীষ্মের প্রেত তৃষ্ণায় বুক ফাটে ;
কাটা দুটি হাত দাঁড়, পারে যাওয়াও বাকি,----
ছিন্ন দুটি পা, পথে পথান্তরে শুধু হাঁটে...
পথের শেষ প্রান্তে তার পৌঁছনোও বাকি ......
অনেকেই স্বচক্ষে দেখেছে, হাওয়ায় রটে
জোৎস্নারাতে দীপাদের গিরিমল্লিকাগাছে
রক্তাক্ত হৃৎপিণ্ডটি দোল খায় নাকি !