কী অপরিসীম স্বচ্ছতা,  কী তলাতলহীন পারহীন পবিত্র জল,
ঝাঁপিয়ে পড়ার আগে, খুলে রাখি তীরে, কীটদষ্ট ছিন্ন বল্কল
সর্বাঙ্গ কর্দমাক্ত, রক্ত-লাঞ্ছিত দু’হাত। বিষ্ঠা, দুর্গন্ধ, নুন, ঘাম......
দাঁতে মাংসের কুচি, আঙ্গুলে রত্নাঙ্গুরীয় চৌর্য-শঠতা-বৃত্তি ।  পরিণাম
সংস্কার ভয়, শীতভয়, পাপভয় । স্পর্শ করব ওই দিব্য তনুরুচি ?
কিরণ সহাস্যে বলে, “তুই নির্বাপন, অঙ্গার, হিমবৃত্ত, যমের অরুচি......