আষাঢ়ের এই মগ্ন দিনে মেঘটা কেন কাঁদে ?
অচেতন এই বৃষ্টি কেন জল দিয়ে ডাল রাধে ?
আঙ্গিনাটায় জুড়ে কেন ঢেউ তরঙ্গের খেলা ?
কিষাণ কেন ঘরে বসে কাটায় অলস বেলা ?
পথের পরে ছাউনী আশে পথিক কেন থামে ?
ওই ব্যস্ত নগর জুড়ে ক্লান্তি কেন নামে ?
কানের মাঝে রিম ঝিম সুরটা কেন বাজে ?
গাছের পাতা কেনই বা আজ সবুজ ভালবাসে ?
বধুয়ার বুকে হাহাকার ভরা; কেন অশ্রুতে নয়নপূর্ণ ?
দেশটা জুড়ে হতাশা; কেন স্বপ্নের ঘোলা শূণ্য ?
গ্রাম বাংলার মেঠো পথে হেটেঁ যায় যে তরুণী;
মুখপানে কেন তিক্ততা তার; ভেসে যায় কেন দরণী?
গ্রামের পরে গ্রাম ছুয়ে যায় কোন সেই আগন্তুক?
লাখো লোকের দুঃখ দেখে পাই কিবা সে সুখ?
আজ তবে কি বর্ষা এলো ভাসিয়ে মেঠো প্রান্তর?
হারানোর মাঝে পাবার স্বপ্নে তাই তিষ্ষার্ত সব অন্তর ।।।