যদি বলি...
আজকে চলি
এই বিশ্বে...
সেই আদর্শে।
যত কথা...
স্তব্দ নিরবতা
শেষটি হতো
ছিলো যতো।
আকাশ পানে
রবির কিরণ
রাত্রের চন্দ্রে
অতীত স্বরণ।
নিমন্ত্রণে কাছে-দুরে
গাইবো....সমসুরে। (যে গান)
মিলবে প্রাণে...
কবির গানে
আমরা সবাই
সবার টানে...
আবার জাগবো
আকাশ পান...
নবজোয়ার দ্বারগুলোতে
সারি-সারি পাড়গুলোতে
ঐ জেগেছে
আওয়াজ শুনি!
তাদের পানে
স্বপ্ন বুনি।
নতুন করে
সবার ঘরে
বলবো যত
বিজয় বাণী।।।