একখানা কবিতার বলি কয়খানা প্রাণ
সারিতে সারিতে তুলে বজ্রতুফান
সময়ের হাত ধরে, যুগে যুগে অবতারে
কখনো সভ্যতার স্মৃতি-তুমি মহাশ্মশান।


একখানা কবিতার বলি কয়খানা প্রাণ
সাজানো কথামালা যেন চির অম্লান
নবীনের হাতে জ্বলে প্রবীণের দিয়া..
.....স্বপ্নতরীতে ভাসে মগ্ন কবির হিয়া
আলোতে আলোতে চলে ছন্দের নাচানাচি
একি সুরের মিলনেতে ফুল-মৌমাছি!!


একখানা কবিতার বলি কয়খানা প্রাণ
পলিতে পলিতে জমে সাম্যের ঘ্রাণ
সৌহার্য্যের কথা কয়, একবিন্দু নাই ভয়
এক স্বরে উঠে ধ্বনি দিন কি নিশিতে,
হকের জন্য লড়ে.......
......মরণ বরণ করে হাসিতে হাসিতে।


একখানা কবিতার বলি কয়খানা প্রাণ
সারিতে সারিতে তুলে বজ্রতুফান।।।