ফাগুন আমারে কয়...
এমনও দিনে তারণ্যের মন উদাসীন কেন রয়?
আজি ন্যায়ের অধিকারে, দেখো উত্তাল সারাবেলা
এমনও দিনে তরুণ হৃদয়ে কেন দ্বিধাহীন অবহেলা?
ওরা বিশ্বাস দিবে কারে?
-বিশ্বাস আজ কোটি মানুষের মনের কারাগারে
ওরা লুটাবে কিসেতে প্রাণ?
বুঝবে কি করে কার কণ্ঠে তরুণ মুক্তির গান?
ওরা কোন পথের হবে যাত্রী?
কার আলোতে কাটিয়ে নিবে নিরাশার আধার রাত্রী!
ওরা কারে দিবে জয়মালা?
এমনও দিনে তরুণ হৃদয়ে কেন দ্বিধাহীন অবহেলা?


ফাগুন আমারে কয়....
এমনও দিনে শিল্পীর মনে অজানা কিসের ভয়?
কিসের এতো ছলাকলা? অসমাপ্ত কিছু বলা!
.....বলি, তুলো ওই রং পিয়াসী তুলি
আপনারে কর ইতিহাস আজি, সব পিছুটান ভুলি!
তোমার সৃষ্টি কবে কথা....
ভেঙ্গে দাও সব ভীতিটুকু আজি, ভেঙ্গে দাও নিরবতা।
ফাগুন আমারে কয়....