হারিয়ে যাচ্ছে সবি
প্রিয় কবি! তোমার যত কথা
যত ছন্দ আর সুরের নাচানাচি
হারিয়ে যাচ্ছে সবি!
ঐ মেঠো পথ, সারিসারি ফসলের তেপান্তর
তারণ্যের জয়গান আর অগ্রজদের যত খবর।
হারিয়ে যাচ্ছে সবি!
প্রিয় ছবি! তার ফ্রেমে বাঁধা প্রিয় মানুষের ভালবাসাখানি
সবি জানি! ঐ কাচারি ঘরের মতো,
গ্রামবাংলার আপন সংস্কৃতি হারিয়েছি কতশত!
কতো মিশানো গায়েলী ঘ্রাণ,
আপনার থেকেও নিকটে ঘেঁষিতো
জড়িয়ে রাখিতো প্রাণ।
জড়িয়ে রাখিতো পরম্পরাক্রমে মায়ার আদালতে
রাঙানো চোখের শাসনখানি আজ
আসবে কোথা হতে?
কোথায় গেলে পাবে তোমার স্ব-আকাশের রবি?
কালের খেয়ায় নতুন করে যেন
হারিয়ে যাচ্ছে সবি।