বহুদিন পর; -একটি আধাঁপাকা স্বপ্নর
আবার হয়েছে উত্থান
রোজকার; -ধ্বনিত শত হাহাকার
এবার করেছে যেন প্রস্থান।।


বহুদিন পরে; -এক কবি’তাঁর ঘরে
আবার করেছে নব শব্দ চয়ন
সত্যের পথও ধরে; -নব অভিসারে
আবার হয়েছে কিছু বর্ণমিলন।।


বহু ছলাকলে; -এক বিশাল কোলাহলে
আবার হয়েছে সেই ষৌড়শী মেলা
বলির বাহুবলে; -চৌতুরী কৌশলে
এবার হয়েছে যেন সমতার খেলা।।


স্ব-অধিকারের ভাষায়; -বহু সবরতায়
আবার মেতেছে সব মানবতার দল
বস্ত্রহারা গায়; -একতার স্বাধীনতায়
আবার নেমেছে ঐ কোটি মানুষের ঢল।।