ও কৃষ্ণচূড়া ! ও কৃষ্ণচূড়া !...
আজি বসন্ত দিনে কেন দোলা ?
দিলে প্রাণে............
রবিরও পানে... কবিরও গানে...
ও কৃষ্ণচূড়া ! ও কৃষ্ণচূড়া ।।।
এই রুপেরও মাধুরী ভরা পথে,
তুমি রুপও রাণী হয়ে এলে স্বপ্ন রথে
... ... ...মোর স্বপ্নও রথে ।।
রাঙ্গালে প্রেমও রংঙ্গে মধুক্ষণ,
তোমাতে রঙ্গিন হল ফাগুনও লগন
...এই প্রেমেরও লগন
ও কৃষ্ণচূড়া ! ও কৃষ্ণচূড়া !...
আজি বসন্ত দিনে কেন দোলা ?
দিলে প্রাণে............
রবিরও পানে... কবিরও গানে...
ও কৃষ্ণচূড়া! ও কৃষ্ণচূড়া ।।।
আজি হৃদয়ও দুয়ার করে বন্ধ
জানি গাথাঁ তো যাবে না মন ছন্দ...মনও ছন্দ
কোন ফুলের মালা তবে পরালে ?
হৃদয়ে কিসের ধারা ঝরালে ?
...আজি মিলনও ছলে
...আজি মিলনও ছলে
ও কৃষ্ণচূড়া! ও কৃষ্ণচূড়া !...
আজি বসন্ত দিনে কেন দোলা ?
দিলে প্রাণে.........
রবিরও পানে... কবিরও গানে...
ও কৃষ্ণচূড়া! ও কৃষ্ণচূড়া ।।।