সম্পর্কের ঘোরাকাটাঁয় তুমি সবসময় ছিলে প্রিয়ষুবন্দিনী
গৃহকর্তার মুখ পানে হাসি থাকুক --এ আজ তোমার দিব্য দিবসের কম্মকামনা ।
পরবধু; জানি! আজ তুমি সংসার নামক বন্দিশালার অতি আদরের চয়নিকা;
তোমাকে ঘিরে হয়তো ওই বর নামক ধ্যানু দুলালের স্বপ্নের সাজানো সংসার
তবু নিত্যদিনের হাসি তামাসায় যখন তোমার অতীতকে মনে পড়ে;
থমকে গিয়ে পিছনে দেখোনা কবু;
শুধু ওইটুকু হয়ে থাক আমার হৃদয়ে তুমি প্রিয়ষু পরবধু ।।।


পরবধু; মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে তুলে দিয়
হারানোর বিপরীতে আমার অর্জনের সমস্তটুকু কৃত্তিত্ব;
আর উজাড় করে দিয় আমার অসমাপ্ত ভালবাসা থেকে
-----যত টুকু ছিল তোমার প্রাপ্য ।।


পরবধু; তবুও আজ আর বিশ্বাস করতে যেও না--
তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালবাসি
আজ আর বিশ্বাস করতে যেও না--
তোমার বিরহে আমার আলোক রজনী অন্ধকারে ভরে গেছে;
অথবা আমার স্বপ্নের গালিচার সব ফুল গুলো ঝরে গেছে‍
তবু নিত্যদিনের হাসি তামাসায় যখন তোমার অতীতকে মনে পড়ে
--যখন আমাকে মনে পড়ে;
থমকে গিয়ে পিছনে দেখোনা কবু;
শুধু ওইটুকু আজ স্মৃতি হয়ে থাক তোমার ওগো প্রিয়ষু পরবধু ।।।