ত্রিকথন-১
বহুদলঃ তোমরা করেছো মানুষ হত্যা
তোমরা করেছো গুম
তোমারদের জন্য জনতা কাঁদে
পানি চোখে নিদারুণ।।


তোমরা বলেছো অমুক কথা-
-দিয়েছো প্রতিশ্রুতি!
আমরা পারিনী পূরণ করতে আভ্যন্তরীণ ত্রুটি।


তোমরা দিয়েছো রুপার কাঠি
আমরা করে দিবো সোনা....
তোমাদের ভুল দিনভর দেখি
আমরা তো রাত কানা।।
আমাদের আছে অনুবীক্ষণ দল
তাই তোমাদের সবি দেখি
হারিকেন এখন নিবু নিবু প্রায়...
আধিরাত আছে বাকি।
তোমরা করেছো রাতভর চুরি
আমরা দেখেছি সব.....
আমরা না দেখলে বাকিরা কিসে করবে কলবর।।।


ত্রিকথন-২
সরকারঃ যদি সব ভালো হয় তোদের
আর- আমি ভেঙ্গেছি মন্দির-মসজিদ
আমি পুড়েছি ঘর......
যদি আমার কারণে গৃহহীন তোরা
........ সময়ের যাযাবর।
আমি শান্ত থাকি না...
-এই ভেবে যদি ঘুমিয়ে পরিস তোরা
প্রাণহীন এই শূন্য রাজ্যে
আমি যেন আধমরা।।


আমি লাশের মিছিলে শোকগান গাই
কবরের পাশে গীত....
আমার কারণে শান্তি হয়েছে হারানো অতীত।।


আমি আজ প্রাণ নাশে যদি হই রত
শুধু সেই কারণে যায় যদি যাক
....তাজা প্রাণ শত শত।।
আমি মন্দকে নিয়ে কাঁধে
দিনকে নিবো রাত্রির আধারের
জমকালো সংঘাতে।।।


ত্রিকথন-৩
জনতাঃ আমি এই টুকু দিয়ে ছাড়!
এখন আমার সরে দাঁড়ানোর পথটুকু নেই আর।।


এখন আমার নিঃশ্বাসে নিজের পঁচা গন্ধ
তোমাদের জন্য আশাভরা চোখ
....... হয়ে গেছে চির অন্ধ।।


তোমরা দিয়েছো দায়টুকু মোরে
প্রাপ্তিতে আমি শূন্য!
তোমাদের মতো নেতার আদলে
মিছে হই আমি ধন্য।।।