শুধু তোমাকে দেবো বলে...
ওই উচ্ছ্বাসিত হৃদয়ের গভীরে লুকায়িত একবিন্দু হাসি,
আমি হয়েছি তোমার হৃদয়ের খরগোশ- সেজেছি কানামাছি ।।
শুধু তুমি হাসবে বলে...
ওই গগন পানে চাঁদ, তাঁরা সবি শুভ মিলনে গিয়েছে ভাসি,
এক পালে সবে ফুল জোস্নায় বলেছে ভালবাসি ।।
শুধু তুমি হাসবে বলে...
কাল বৈশাখী রাতে এলো মেলো বাতাস গুলো বয়েছে শন শন,
সখা আর সখি - ওই রুপেও জোনাকি
তোমার ছায়াতনে হয়েছে আপন ।।
শুধু তুমি হাসবে বলে...
ফুল মাল্য বরণে ছুটে এসেছে শহরের নামিদামী সব ভোমরা,
আর সেই স্মৃতি টুকু এক ফ্রেমে নিলো পৃথিবীর প্রথম ক্যামেরা ।।
শুধু তুমি হাসবে বলে...
কতো কিছুর ছলে....
আমি মুরগা সেজেছি, বানর সেজেছি, সেজেছি কুনো ব্যাঙ,
সেই দেখে ওই ল্যাংড়া মামু রোজ দেখায় বাঁকা ঠ্যাং ।।
শুধু তুমি হাসবে বলে...
.......আরও সামান্য টুকু দূরে
আমার প্রসারিত দুটি বাহু শূন্যে দিয়েছি ছাড়ি,
কে জানতো তা অতি কৌতূহলে ছিল আমারি বাড়াবাড়ি ।।
শুধু তুমি হাসবে বলে...
আমার এই অসীম হৃদয়ের প্রাণপন প্রচেষ্টা
যদি বৃথাও হয়ে যায় তবু,
মনভরা ওই অপরূপ হাসি হারাতে দিও না কবু ।।।