তখন সময়, রঙ্গীন ঘুড়ির উপরেই ছিলো
দোল খেতো বাতাসের ঢেউয়ে ঢেউয়ে
যুগল চোখের প্রিজমে স্বপ্নরা বিচ্ছুরিত হয়ে
আকাশের আঙিনায় গড়েছিল রংধনুর অট্টালিকা
অথচ এখন নাটাইহীন ঘুড়ি পড়ে আছে মৃত্তিকায়
স্বপ্নের ভাগাড়ে সময়ের বাকরুদ্ধ আর্তনাদ
আর তুমি এখন অতিথি পাখি।
চোখে কালো কাপড় বেঁধেছি, হেঁটেছি অনেক পথ
হৃদয়ের জমিতে করেছি প্রকৃতির চাষ
প্রকৃতির চোখে দেখি এ- পৃথিবী শুন্যে ঝুলে থাকে
অতিথি পাখির মতো তোমার নিত্য যাওয়া আসা


ছুটে যাই  মরুভূমির তপ্ত প্রান্তরে
হেঁটে হেঁটে পুড়ে যায় পা,আমি শান্তিতে শুয়ে পড়ি
তপ্ত বালুর বুকেই
কারন এখানে কোন মানুষ থাকে না!


এম.এ.রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম