কতগুলো কষ্ট শিরা-উপশিরা বেয়ে
হৃদয় সমুদ্র তলে বেদনার পলি ফেলে
জমাট বাঁধে একান্তে,কিছু সময়ের স্রোতে
ভেসে যায়- সমুদ্দুর,ফিরে আসে না কখনো
একান্ত কিছু আপন কষ্ট মানুষেরা পুষে
এই কষ্টগুলোর নির্যাস মাঝে মাঝে সুখ দেয়
যাপিত জীবনের আজন্ম তৃষ্ণা মিটে না,
জলের সাগরে ডুবে তৃষ্ণায় বুক ফাটে।


মানুষের মতো কোন প্রাণী হাসতে পারে না
তবুও মানুষ কাঁদে- নোনাজলের সমুদ্রে ভাসে
নিস্তেজ, বিবশ হলে নোনা জলে ডুবে মরে!
মানুষের মতো কোন প্রাণী এতবার মরে না
অপ্রাপ্তির কাফনে চোখে মৃত্যু নিয়ে কবরে শোয়
জেগে উঠে-তৃষ্ণা নিয়ে,পুড়ে জাহান্নামের আগুনে
মানুষ কেন পাখি হতে পারে না!
যতদিন বাঁচে মুক্ত আকাশে উড়ে,গান গায়
তারপর একদিন অগোচরে হারিয়ে যায়
নিরবে নিভৃতে - যেন কেউ জানেনা তা।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম