.                


          বুকের ভেতর শান্তির শীতল রক্ত চোষে বেঁচে থাকে দুখ
          তোতা পাখির মতোই আজকাল কথা কয় রাত্রির নিশিথে
          ঘুমকে তাড়িয়ে বেড়ায় শিকারী হায়েনার মতো মনোদুখ
          অন্ধকারের মতো মলিন যেন, চোখের ভেতর ভয় থাকে।
          রক্তমাংস শরীরটা খায়-দুঃখ,প্রেম খায় ভালোবাসা খায়
          পোষা বেড়ালের মতো আমার সাথেই শোয় বুকেই ঘুমায়।।


          আমার যা কিছু ব্যক্তিগত সবকিছুতেই সে প্রসাব করে
          আমার আমিত্বে পায়খানা করে,সব সহ্য করি আমি- সব
          ধৈর্য্যরা আজকে কুকুরের মতো দুঃখের পা চাটে-নির্বিচারে
         অনেক আপন মনে হয় এখন দুঃখকে সন্তানের মতো।।


          আজ আমার স্নেহের দুঃখ আছে,কিন্তু আমি আর দুঃখী নই।।