মৌনতার মননে কি সুর বাজে আজ
গিটারের ছেঁড়া তারে কে ডাকে আমায়
হাজার বছর পরে মৃত সরোবরে
ক্ষয়ে যাওয়া নক্ষত্রে ভোর রাত্রি বেলা।
আমি জাগবোনা জেনে গভীর অরন্যে
শিরীষের তলে ঘুমে কাটিয়েছি বহুকাল
গভীর অরন্যে তবে কে আসে মৌনতা ভেঙ্গে।।


আমি জাগবোনা জেনে-একফালি চাঁদের আলোয়
জোনাকির মত জ্বেলে -ঘুমিয়েছি বহুকাল
আমার একাকীত্বকে টুকরো টুকরো করে-
কে ছিটিয়ে দেয় বীজ বপনের মত -এই পৃথিবীর 'পরে।।
কে ডাকে তবে ঐ মরূদ্যানে-
এই গহীন অরন্যে-শুষ্ক সরোবরে বৃষ্টিরা আসেনা বহুকাল
নেই যে পাখির গুনজন শুধুই হলদে কিছু পাতা
বৃষ্টির মতোই ঝরে যায়-তবে কে ডাকে আমারে
পাতা পড়ার শব্দের মত করে- গহীন অরন্যে।।


গভীর অরন্যে তবে-কে আসে মৌনতা ভেঙ্গে
আমি জাগবোনা জেনে-ঘুমিয়েছি বহুকাল।।