.        তারপর অনেকটা দিন -কেটে গেল তুমিহীন
        আমাদের কি কখনো-দেখাই হবে না আর!
        আমরা কি তবে আর-কখনোই কথা বলবো না!
        তুমি কি শুধু অতীত, অতীত ঘ্রানের হাস্নাহেনা?


     আমরা ভেবেছিলাম!কখনো আমরা অতীত হয়ে থাকবো?
     অথচ সময়-আর তুমি,কত দ্রুতই পরিবর্তন হলো
    ভালোবাসা লালচে হয়েছে,খসে পড়ে জং ধরা লোহার মতোই
    তারপরও কি ভালোবাসা -ভোলা যায়! -অনুভূতিগুলো মুছা যায়!
     যতদিন লোহার মতোই-খসে খসে বিলীন না হয় এ-অস্তিত্ব।।


     একটা সময় দূরে ছিলে-অথচ কতটা কাছে ছিলে হৃদয়ের
     এখন অনেক কাছাকাছি-অথচ হৃদয়ে, আলোক বর্ষের দূরে
     তুমি অক্সিজেন ছিলে,দেখ- আজ বেদনার বাষ্পে চলে শ্বাস
     আমরা ভেবেছিলাম!কখনো আমরা অতীত হয়ে থাকবো?


         আমাদের কি কখনো-দেখাই হবে না আর?
        আমরা কি তবে আর-কখনোই কথা বলবো না?