.                    
                            


          আজ সূর্যের আলোর চামড়াটা বড্ড খসখসে যেন
          ঝলসে যাওয়ার মতো অনুভূতিই কিছুটা
          ওজোনস্তরে আলোটা ফুটো হয়ে আসে আজকাল
          অতিবেগুনী রশ্মির দাপটে মরুভূমির হুমকিই বটে
          এই পৃথিবীর 'পরে।।


          সমুদ্রের পেটে লাথি দিয়ে ভেসে উঠে শুধু চর
          অনন্তকাল পৃথিবী 'পরে বয়ে যাওয়ার শপথে
          হারিয়ে ফেলে সে তার চিরচেনা বয়ে যাওয়া পথ
          তার বুকে আজ শুধু বালি -তপ্ত বালি উষ্ণতায়
          হারিয়ে ফেলে পথিক তার চিরচেনা পথ।।


          আজ বড্ড সময়ে বা অসময়ে বৃষ্টিরা শুধুই ঝরে
          ঋতুচক্রের মাথায় প্রবল আঘাতের পরে আঘাতে
          ভারসাম্যহীন প্রকৃতির মাঝে বিষাদের সুর বাজে
          বুকের জমানো উত্তপ্ত লাভার তীব্রতা বাড়িয়ে
          ক্লান্ত পৃথিবী শুন্যে ঝুলে যায় মহাকালে।।


          অন্ধকারের বুকের মাঝে আজও চাঁদটা বসে
          ঝিঁঝিঁ পোকার চিৎকার, নদীর কলকলে কান্নার তীব্রতায়
          শান্ত্বনা দিয়ে যায় রুপলী মায়ার স্নিগ্ধতায়
          এভাবে চলছে মহাকাল ধুলোমাখা শরীরে
          অনন্তপথে........ অনন্তকাল।।