.                          
                    


               বেদনার তলে আজ শুয়ে আছি ঘুমে
               অভ্যাসে গড়ানোয় সে, আপন যে ঘরে
               বেদনার খুনসুটি চোখ অন্তঃপুরে
               সুখের-ঐ বেলাভুমি ডুবে গেছে ভ্রমে
               ঠাঁই নাই ঠাঁই নাই আজ হৃদ গ্রামে
               সন্ত্রাসী বাতাস সেথা ঘুর্ণি খেলা করে
               বেলাভুমি ডুবে গেছে আখিপাত ঝরে
               শত্রু ভালোবাসা -আসে, আশা নিয়ে ট্রামে।।


               আমায় ডেকোনা আর হাতছানি দিয়ে
               নাগরিক ভালোবাসা বিষ হয়ে আসে
               এই বেশ ভালো আছি বেদনার তলে
               বিশ্বাসের কাঁধে ক্ষত খুড়ে হাটে পায়ে
               বেদনা তলে আসেনা শুনেছি অন্ধ সে
               বাস্তবতার আঘাতে অভিমানে চলে।।



পেত্রার্কীয় মিলবিন্যাস-কখখক কখখক চছজ চছজ