এতোদিন শীতনিদ্রায় ছিলাম
অলসতার শরীরের ভেতর
তার ফুসফুসের ভিতর,নির্জীব চেতনা
উদ্দেশ্যহীন বেঁচে থাকার বিলাসিতা
হঠাৎ হুরকা বানে পাহাড়ি ঢলের স্রোত
কচুরিপানার মতো ভেসে ভেসে বুঝেছি জীবন
আটকা পড়েছি স্রোতহীন পরিত্যাক্ত
জমির কিনারে,বাস্তবতার সূর্যের তাপে
শ্যওলা জমানো জমিন এখন খাঁ খাঁ বিরানভূমি।
তবুও স্বপ্নের পালকে ঢেকে রাখি নিজেকে
আসন্ন হেমন্তের শিশিরে ভিজে ভিজে
শীতের কুয়াশার চাঁদর ছিঁড়ে ছিঁড়ে
ফুটাবো বেগুনী ফুল।


এম.এ.রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম