.                  
                      


              সম্পর্কের ব্যবচ্ছেদে মানব হৃদয়
              মরনের ভয়ে আজ রক্ত কথা কয়
              রক্তকে অবজ্ঞা করে নিজেরই রক্ত
              হৃদয় অবজ্ঞা করে হৃদয়ের ভক্ত
              ক্ষুধার নেশা তবুও, মানুষের পেটে
              আজন্ম তৃষ্ণা আধাঁর চোখ দৃশ্যপটে
              নশ্বর পৃথ্বীতে তবু, স্থায়ীত্ব ভাবনা
              মরনের ভয় যেন চিন্তায় আসেনা।।


              মহামারী এ করোনা শিক্ষা কি দেয় না?
              মানুষিক মানবতা তবু যে জাগেনা!
              বেচেঁ যদি যাও তুমি সফল ভেবনা
              পরীক্ষা ভাববে তুমি,অনন্ত তুমি না
              মৃত্য ভয় থাকে যদি শান্তি পাবে মনে
              ভোরের সূর্যটা তবে, ছুয়ে যাবে প্রানে।।