.        
              প্রতিদিন ঘুম ভাঙ্গে সকালের ভোরে শোরগোলে
              পাশের বাসায় এক পরিবার থাকে হট্টগোলে
              ছোট ছোট দু'টি বাচ্চা অভারের সংসার বড্ড
              দুখের প্রদীপ জ্বেলে সুখ খুজে যায় একদন্ড


              মাঝে মাঝে বাচ্চা দুটো লজেন্স বিস্কুট শুনি চায়
              এই শুনে প্রচন্ড রাগেন হাত তুলে বাচ্চাদের গায়
              পেশায় রিক্সাচালক আয় রোজকার খুব কম
              টেনেটুনে চলে যায় বিষন্নতায় একরকম।।


              মাঝে মাঝে মাঝ রাতে বাড়ি ফিরে সেই শোরগোল
              বাচ্চারা যে ঘুমে গেছে, খায়নি কিছুই তাই হট্টগোল
              বউয়ের কথায় সে ভীষন রাগেই যায় চটে
              হাতের কাছে যা পায়, তাই দিয়ে মারে ছটফটে।।


              এটা যেন প্রতিদিন, আমি ভাবি শালা নরপশু
              বাচ্চারে বউকে কেউ মারে...!তবু মেরে যায় শুধাংশু
              একদিন ডেকে বলি-দাদা কেন করেন এসব?
              মানুষ ভাল বলেনা, খারাপ যে বলে আপনারে সব।।


              দাদা কেঁদে কেঁদে বলে,তাদের সে খুব ভালোবাসে
             তাদের সে কখনো মারে না,মারে তাদের দরিদ্রতাকে!!