ডিসেম্বর বারবার বিজয়ের ঘ্রানে ফিরে আসে
বাঙ্গালীর মনে প্রাণে উড়ে বিজয়ের কবুতর
সবুজের গালিচায় শুয়ে শুয়ে পান করে
' বাংলা' স্বাধীনতার অমৃত সুধা।
ডিসেম্বর মানে ত্রিশ লক্ষ প্রাণের রক্তের সাগরকে
পাড়ি দিয়ে ভোরের সূর্যের আলো দেখা।
ডিসেম্বর মানে 'বাঙ্গালী' ফুটন্ত ফুলে প্রজাপতি মেলা
ডিসেম্বর এলে দোয়েলের কন্ঠে বাঁজে বিজয়ের শীষ
ডিসেম্বর এলে 'স্বাধীনতা' বিজয়ের গান গায়
বাংলার মেঠো পথ ঘুরে ঘুরে।
ডিসেম্বর মানে শেখ মুজিবের কন্ঠে আজো
'বাংলাদেশ' অকুতোভয়ে বলে কথা


ডিসেম্বর এলে ' স্বাধীনতা' বিজয়ের গান গায়
বাংলার মেঠো পথ ঘুরে ঘুরে।