.          


             কি হবে আগামীকাল! -ভেবে নির্ঘুম কাটছে রাত
            কিসের ভাবনা চলে? করোটিতে রাত জেগে জেগে
            অন্ধকারের শরীর, সর্পের মতোই হিম-ঠান্ডা!
            নাকি ভয়ংকর এক-  বিষাক্ত ভবিতব্য কোন বিষ!


            অতীতের ঝাউবন,নষ্ট ফসলের মাঠ- নাকি
            গতকালের ভঙ্গুর কোন এক দুঃস্বপ্ন আজ
            নির্ঘুম রেখেছে চোখ,ঘুমাতে দেয়নি সারারাত?
            অথচ সকাল হলো -এখন চোখের ঘুম ডাকে।।


            সকালের জেগে উঠা,শিশিরের ভেজা দূর্বাঘাস
            প্রকৃতির সাথে রবি, কিভাবে করছে হাসাহাসি
            কিছুই হলোনা দেখা-অথচ সকাল গেল ঘুমে!


            ইদানিং দিনকাল বর্তমানটাও যাচ্ছে চলে
            ঘুমে -ধূসর চিন্তায়,নির্ঘুমের রাত জেগে জেগে
            অথচ জীবন যেন-প্রতিদিন ভোরে হয় শুরু।।