.
              জল অঙ্গে মনের গাঙে  ভাসানো তরী ভুল
              ভাসান চরে তরী যে ভিড়ে হারায় যে দুকূল
              একলা একা ভীষন একা মনে নাই যে সুখ
              শুন্য আকাশে ধীর বাতাসে জমেই যায় দুখ।


            
               ভুল বুঝেই ভুল যে করি ভুলেই থাকি ডুবে
              দিন যে যায় দিনের পরে আঁধার নামে পুবে
              ব্যাথা পরে ব্যাথা আসে আকাশ হয় নীল
              এই জীবনে জীবন ঢেলে হয়েছি অশ্লীল।।