.        


            বুক পকেটে জমানো কিছু কাগুজের ভালোবাসা
            এবার না হয় পুড়ি, সত্যের আগুনে করি ভস্ম
             থাকে থাক কিছু  খুচরো পয়সা-চান্দি ভালোবাসা।।


            কিছু দুঃখ করি চাষাবাদ,পুড়ে যাওয়া ভস্ম সে ছাইয়ে
            মেঘের পাজর ভেঙ্গে সেচ দিব না হয় বৃষ্টির জলে
            তবু কিছু দুঃখ করি চাষাবাদ, হৃদয়ের স্থলে
            হৃদয়ের জলভাগে থাক অভিমান, হ'ক সে প্রবাহমান।।


            অভিমানের সমুদ্রে ভেসে উঠুক বিরানভূমি -যন্ত্রনার চর
            একাকিত্বের একটা বিশাল পাহাড় থাক বিরানভূমির বুকে
            তবু ছলনার নীল আকাশটা না থাক, না থাক
            না থাক খঞ্জর হাতে কোন লাল গোলাপ, কোন ফুল।।