.            


           এতোটুকু বোধোদয় যে হয়েছে, জীবন পাতার ডায়েরিতে
           হলুদ পাতার মতো অবহেলা-  কবেকার শুকনো পাতায়
           হৃদয় হয়েছে জৈবসার তবু,গুবরে পোকারা থাকে তাতে
           বিশ্বাসের ভিতর স্বার্থের বীজ অঙ্কুরের জন্য প্রতিক্ষায়
           আমি দেখেছি চারুর অবয়ব, হৃদ পূর্ণ তপ্ত কয়লায়
           পুড়ে চলে পোড়ায় হৃদয় তবু, মুখে হাসি থাকে আপনাতে
           আহা- বহুরুপতা কে পারে আর! স্বার্থের কারনে বদলায়
           আবেগ,অনুভূতিরা কমে যাচ্ছে আর্টিফিশিয়াল মানুষেতে।।


           মানুষের ভীড়ে মানুষ একাকি,যান্ত্রিকতা আজ যেন সঙ্গী
           ভালোবাসা আজ ডিজিটাল যেন, স্যাটেলাইটে হৃদয় বন্দী
           ভালোবাসার ভিতর মায়া নেই, সোহাগ মাখানো কথা নেই
           স্বার্থের লিফটে আজ ভালোবাসা,উঠে-নামে আবেগে -কই
           তবুও তো এ-হৃদয় শৈশব-কৈশর বারবার ফিরে চায়
           যান্ত্রিকতাকে ছাপিয়ে বারবার উঁকি মারে সে ভালবাসায়।।