কেন এমনটা হয়, মনে হয় সাপের বিষের মতো
আমার শরীরে মনে, বিষাদের এক পাহাড়ের ক্ষত
কেন এমনটা হয়, মন বলে শুধু পালাই পালাই
জীবনের লেনদেন যোগফল শুন্যে শুধুই দলাই!!


আগে এমন হতো না,ইদানিং খুবই ভুল হয় খুব
খুব বেদনার বাষ্পে-শুধু ভুলে অন্ধকারে দেই ডুব
সময়ের তীক্ষ্ণ চোখে ধূসর পৃথিবী দৃশ্যে হয় নীল
হৃদয় ভেঙ্গে যায়,মনে হয় এই জীবন অশ্লীল।।


যতবার ফিরে দেখি পিছনের স্মৃতি চেনা চেনা মুখ
সামনের বাস্তবতা ততবার তারাই পুড়ে এ - বুক
চেনা মুখ যত পড়ি ততই অচেনা হয় দিনদিন
দিনদিন যত পড়ি তত একা হয় হৃদয় ভীষন।।


কেন এমনটা হয়, কেন দিনদিন ভিতর ভিতর
এ- হৃদয় একা হয়,বেদনারা ছুঁয়ে যায় তীব্রতর
কেন এমনটা হয়,মন বলে শুধু পালাই পালাই
জীবনের লেনদেন, যোগফল শুন্যে শুধুই দলাই!!