তৃষ্ণার্ত চোখের তলে অসীম শুন্যতা
ক্রমবর্ধমান মহাবিশ্ব থলের ভিতর
সকল সফলতার শস্যদানা যেন
নেহাতই ক্ষুদ্র,মরুভূমির একটি বালুকনা।
অথচ নিজের ওজনের কয়েকগুন স্বপ্নের বোঝা
মাথার উপর নিয়ে,অপার জলের সিঁড়ি বেয়ে
উপরে উঠতে থাকে,ক্লান্ত শরীরটা যখন বিবশ
তখন স্বপ্নের বোঝা বুকে চেপে বলে,হায়রে জীবন!
তুমি শুধুই কি যন্ত্রনাময় বেদনা!
অথচ জীবন যেন সুন্দরের প্রতিশব্দ।
যারা মেনে নিয়েছে মৃত্যুকে,নিজের গন্ডিকে
যারা পাখির মতোই  আকাশে উড়ে খুঁজেনি
আকাশের শেষ সীমারেখা,জেনেছে সীমাবদ্ধতা
যারা জেনেছে ঋতুর চলার পথ
নির্ভয়ে হেঁটেছে তার চক্রপথে
তারা জেনেছে জীবন মানে...
বেদনার বাক্সে সুখের কবুতরের চাষ।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম