কানাই তুই মরিসনি রে ভাই
তোর দীর্ঘশ্বাসের ভারী বাতাসে
আজো দম বন্ধ হয়ে যায়
তোর উপস্থিতি আজো টের পাই।
আকাশটায় আর নীল নেই রে
সেখানটায় তোর রক্ত মাখানো রক্তিম আকাশ।
দক্ষিনা হাওয়ায় আমের মুকুলে ঘ্রান নেই
হাসনাহেনা,বকুল,বেলির সুবাস নেই।
বাতাসে শুধু তোর চিতা পোড়ানো গন্ধ,
কেরোসিন পোড়ানোর গন্ধ।।


কানাই তুই মরিসনি রে ভাই
আজো যে আমার সমুদ্র দেখতে ইচ্ছে করে
কালো ছোপ ছোপ সাদা রঙ্গের পায়রা
আজো যে আকাশে উড়ে দিতে ইচ্ছা করে
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে,
ভিজা মাটির সোঁদা গন্ধ নিতে ইচ্ছে করে


কানাই তুই মরিসনি রে ভাই
আমার চোখে তোকে বিশ্ব দেখাবো
আমার পৃথিবীর নীলাকাশ দেখাবো
চাঁদ দেখাবো,ঐ দূর পরবাসের তাঁরা দেখাবো।
কানাই তুই মরিশনি রে ভাই।